আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ দল। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আজ শনিবার ( ১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এর আগে লিটন-মোস্তাফিজদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে আসিফ মাহমুদদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এডমিন পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, আবু ধাবিতে শ্রীলংকার বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট টিম।
উৎসাহ দিতে প্লেয়ারদের সঙ্গে সাক্ষাৎ করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আসিফ মাহমুদকে জার্সি উপহার দেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন তিনি।
বাংলাদেশ টি২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।