আলোচিত লুইস সুয়ারেজ এর কামড় কাণ্ডের এবার জন্ম দিয়েছেন থুতু কাণ্ডের! লিগস কাপ ফাইনালে ইন্টার মায়ামির স্ট্রাইকার প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু মেরেছিলেন। অভব্য আচরণে তাকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আয়োজক কমিটি।
গত রবিবারের ফাইনালে মায়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল। শেষ বাঁশির পর উত্তেজনা চরমে উঠলে ধস্তাধস্তি শুরু হয়। সতীর্থ ও এই গোলমালের মধ্যে মায়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটসও জড়ান। সিয়াটলের ওবেড ভার্গাসকে ঘুষি মারেন তিনি। তার সঙ্গে মায়ামি ডিফেন্ডার টমাস আভিলেসও আক্রমণাত্মক আচরণে জড়িয়ে পড়েন।
বিধিবহির্ভুত আচরণে বুসকেটসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, আর সহিংস আচরণে জড়িত থাকার কারণে আভিলেসকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচ।
আয়োজক কমিটি সিয়াটল সাউন্ডার্সের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্টকেও অতিরিক্ত শাস্তি দিয়েছে। লিগস কাপের বিধিমালা ভঙ্গ করার কারণে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ‘লিগস কাপ বিধি অনুসারে, শাস্তিপ্রাপ্ত চারজনকেই তাদের আচরণের জন্য জরিমানা দিতে হবে। সব নিষেধাজ্ঞা পরবর্তী লিগস কাপ আসর বা আসরগুলো পূর্ণাঙ্গভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।’
কোচদের ধরে রাখতে হয় সুয়ারেজকে। তখনই এক পর্যায়ে তিনি প্রতিপক্ষ দলের সদস্যের দিকে থুতু মেরে বসেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘মেজর লিগ সকার (এমএলএস) সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও অধিকার সংরক্ষণ করে।’এমএলএস অবশ্য এখনও অতিরিক্ত নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।