বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

মগবাজারে ‘অস্ত্রের মহড়া’, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
প্রতীকী ছবি

রাজধানী ঢাকার মগবাজার এলাকায় এক ব্যক্তিকে প্রকাশ্যে গণপিটুনির অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় ওই ব্যক্তি গণপিটুনির শিকার হন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, গণপিটুনিতে আহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (বিপু)।

তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বুধবার রাত ৮টার দিকে একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিল। ওই সময় এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশের ওই সূত্র জানায়, সেখানে মাহফুজুর রহমানও ছিলেন।

তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বুধবার রাত ৮টার দিকে একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিল। ওই সময় এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশের ওই সূত্র জানায়, সেখানে মাহফুজুর রহমানও ছিলেন।

তিনি বলেন, ‘রাতে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় হট্টগোলের খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে মাহফুজুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের গাড়িতে তুলে নিয়ে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর