র্যাবের টিএফআই সেলে গুমের আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
আজ রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল আদেশ দেন।
এদিন এ দুই মামলায় গ্রেফতার ১৩ সেনাকর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শেখ হাসিনাসহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা।
এদিকে, ডিজিএফআইয়ের জেআইসি সেলে গুম, নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ১৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল -১
এছাড়া রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম ও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২১ ডিসেম্বর ঠিক করেছেন আদালত।
এ ছাড়াও ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো ও ৭ জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।