শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শাওন ও সাবেক এডিসি নাজমুলসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকার দুই সিটির নির্বাচনের শিডিউল ঘোষণা করতে সরকারকে লিগ্যাল নোটিশ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হলেন রুহুল আলম সিদ্দিকী ফিলিস্তিনের গাজায় ১৯ মাসে ১৭ হাজারের বেশি শিশু নিহত : জাতিসংঘ মানবতাবিরোধী অপরাধ;গ্রেফতারি ক্ষমতা পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা- প্রসিকিউটর ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে বড় দেশ : মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন গণঅভ্যুত্থানে সেনানিবাসে আশ্রয় নেয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করলো সেনাবাহিনী গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: আইএসপিআর ড. ইউনূস পদত্যাগ করবেন নাঃ বিশেষ সহকারী ফয়েজ আহমদ

শহিদ রিয়াজের নামে হিজলায় পন্টুন উদ্বোধন করেছেন নৌ উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ মো. রিয়াজের নামে বরিশালের হিজলায় গতকাল রোববার একটি লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

রোববার সকালে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষের চর লঞ্চ ঘাটে শহিদ রিয়াজের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই পন্টুন উদ্বোধন করেন তিনি।

দুপুরে বরিশালের হিজলাতে ইজডঞচ-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন ও লঞ্চঘাট নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে রিয়াজের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করেন।

এসময় তিনি রিয়াজের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক  সহযোগিতার আশ্বাস দেন।

এরপর শহিদ রিয়াজের কবর জিয়ারত করে তাঁর আত্মার রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন তিনি। অন্যান্যাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বরিশাল নৌ-পুলিশ সুপার এস এম নাজমুল হক এবং হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির হোসেনসহ আরও অনেকে।

শহিদ রিয়াজ বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। তিনি বরিশাল মুলাদী ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঢাকার জিগাতলা এলাকায় মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। সঙ্গে থাকা আন্দোলনকারীদের কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর