ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় শ্রেণির (নাজরানা বিভাগ) এক মাদরাসাছাত্রকে বলাৎকার করার অভিযোগে অভিযুক্ত শিক্ষকের মুখে আলকাতরা মাখিয়ে চুল কেটে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালিগ্রাম বাজার-সংলগ্ন নূরুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক হাফেজ আনোয়ার শেখ (৪০) জেলার বোয়ালমারী উপজেলার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, ওই শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন মাদরাসার শিক্ষক আনোয়ার শেখ। পরে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তারা ওই শিক্ষককে ধরে মাথা মুড়িয়ে মুখে আলকাতরা মাখিয়ে দেন।
মাদরাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান বলেন, ‘শিক্ষক আনোয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে তার পরিবারের সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিদের কাছে ক্ষমা চাইলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’