সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। জব্দকৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিকআপসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী এলাকার শমসের আলীর ছেলে রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার মৃত. নইমের ছেলে মামুন মিয়া ও নয়াবাড়ি এলাকার নূর হোসেনের ছেলে মাসুদ রানা।
দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে সদর থানার একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।