বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না : কাদের গনি চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকদের সত্য উদঘাটন, অনুসন্ধান ও প্রকাশে নির্ভীক হতে হবে। অর্ধসত্য নয়, সত্য ও অসত্যের মিশ্রণও নয়, তাদের প্রকাশ করতে হবে অখণ্ড ও পূর্ণ সত্য।’

বুধবার (২ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেসক্লাব সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের চাকরির ঝুঁকি, জীবনের ঝুঁকিসহ নানা ঝুঁকি নিতে হবে।

এ সময় বিএফইউজে মহাসচিব প্রশ্ন তোলেন, ‘সাংবাদিকরা এই ঝুঁকি না নিলে সত্য প্রতিষ্ঠিত হবে কিভাবে?’ অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না।’ কিন্তু বিগত সরকারের সময় সাংবাদিকদের বিরাট অংশকে সেলফ সেন্সরশিপের মাধ্যমে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেছে বলে জানান তিনি।

প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাফর আলম, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মোরশেদ মুন্না, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।

এ সময় প্রেস ক্লাব সহসভাপতি এমরান হোসেন, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, সহ সম্পাদক সাইফুর রহমান সোহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজ সেবা সম্পাদক এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহ নেওয়াজ, স্থায়ী সদস্য মো. ইউনুছ, দৌলত শওকত, কাউছার সিকদার, কামাল উদ্দীন, মো. ফজলুল করিম প্রমুখ।

সাংবাদিকদের উদ্দেশে কাদের গনি চৌধুরী বলেন, ‘জীবনে কোনো ক্ষেত্রে মিথ্যার সঙ্গে আপস করা চলবে না। তাহলে সাংবাদিকতা হবে না। সত্যের তরে দৈত্যের সঙ্গে লড়াই করাই সাংবাদিকতা। সত্য প্রকাশই হতে হবে গণমাধ্যমের একমাত্র অঙ্গীকার।

সাংবাদিকতাকে সবচেয়ে জীবন্ত ও আধুনিক পেশা হিসেবে অভিহিত করে এই সাংবাদিক নেতা বলেন, ‘বুদ্ধিবৃত্তিক পেশা, সাংবাদিকতা কখনোই মূর্খজনের পেশা নয়। পেশা হিসেবেই সাংবাদিকতা বুদ্ধিদীপ্ত মানুষের পেশা। কিছু মৌলিক কাঠামোই সাংবাদিকতাকে আধুনিক ও বুদ্ধিবৃত্তিক পেশার শক্ত ভিত্তি দিয়েছে।’-কালের কণ্ঠ

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর