বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার (২১ মার্চ) রাত ৮টা ২০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদয়ন চাকমা। তিনি বলেন, ‘আগুনে টিনের ছাউনির নয়টি কক্ষ আগুনে পুড়ে গেছে। আনুমানিক নয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। উদ্ধার করা হয়েছে ১৫ লাখ টাকার মালামাল।
গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ।’