বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে সংস্থাগুলোর সমন্বয় জরুরি: সৈয়দা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি ।

 

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান শনিবার  এ কথা বলেন।

দীর্ঘদিনের সমস্যা একদিনে সমাধান হওয়ার নয়-উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটা জনকল্যানকর হলে অব্যাহত থাকবে। আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে অন্যদিক থেকে সমাধানের চিন্তা করবো।

এর আগে উপদেষ্টা রিজওয়ানা  হাসান রেলপথ, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমকে নিয়ে চট্টগ্রাম মহানগরের জামাল খাঁন খাল (লাভ লেইন), মির্জাপুল, এন. মোহাম্মদ ব্রিজ (বহদ্দারহাট), রাজাখালি ৫ নম্বর ব্রিজ, চাক্তাই খাল রেগুলেটর সংলগ্ন খাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন, এখানে খালগুলো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। খালের ওপর অনেক জায়গায় বড় বড় ভবন উঠে গেছে, ৮ তলা ৬ তলা ভবন  গেছে, ৩টা স্পটে দেখলাম বড় বড় ভবনের এর পাশ ভাংতে হচ্ছে এটা একটা সমস্যা।

তিনি আরও বলেন, দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে পানির প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে। পাহাড়গুলো কাটার ফলে মাটিগুলো এসে খালে পড়ছে এবং রয়েছে প্রচুর পলিথিন এবং প্লাস্টিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরী, পানি সম্পদ সচিব নাজমুল আহসান,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদ হোসেন,সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর