বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

চট্টগ্রামে ভবনের ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়ায় একটি ভবনের ৫ম তলার ছাদ থেকে পড়ে বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন- মো. জালাল উদ্দিন জুবায়ের, আব্দুল্লাহ আল সাইমুন, ওয়াহিদুল রহমান সুজন, ইরফানুল আলম, জাহেদ অভি, মেহরাজ সিদ্দিকী পাভেল, জাবেদ ইকবালসহ ১৫-২০ জন।

আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইয়াসির আরাফাত রিকু নামের আরেকজনকে ভর্তি করা হয়েছে বেসরকারি পার্কভিউ হাসপাতালে।
হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্রলীগ কর্মী মো. জালাল উদ্দিন জুবায়ের এর হাত ও মাথায় আঘাত লেগেছে। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর মুরাদপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংঘর্ষের মধ্যে ধাওয়া খেয়ে ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী মুরাদপুর বেলাল মসজিদের পাশের ৫ তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পরে আন্দোলকারীরা ওই ভবনে উঠে মারধর শুরু করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে।  কয়েকজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

কোটা আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগের একটি অংশ ওই ভবনের ছাদে গিয়ে পাথর নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা গিয়ে তাদের প্রতিহত করেছে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল করিম বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। আন্দোলনকারীরা গিয়ে তাদের কয়েকজনকে ছাদ থেকে ফেলে দেয়।

মহসীন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আনোয়ার পলাশ অভিযোগ করেন, ছাত্রদল ও শিবিরের চিহ্নিত অস্ত্রধারী ক্যাডাররা জালালসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, শিবিরের হামলায় শতাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর