চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়ায় একটি ভবনের ৫ম তলার ছাদ থেকে পড়ে বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন- মো. জালাল উদ্দিন জুবায়ের, আব্দুল্লাহ আল সাইমুন, ওয়াহিদুল রহমান সুজন, ইরফানুল আলম, জাহেদ অভি, মেহরাজ সিদ্দিকী পাভেল, জাবেদ ইকবালসহ ১৫-২০ জন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর মুরাদপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সংঘর্ষের মধ্যে ধাওয়া খেয়ে ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী মুরাদপুর বেলাল মসজিদের পাশের ৫ তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পরে আন্দোলকারীরা ওই ভবনে উঠে মারধর শুরু করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। কয়েকজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।
কোটা আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগের একটি অংশ ওই ভবনের ছাদে গিয়ে পাথর নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা গিয়ে তাদের প্রতিহত করেছে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল করিম বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। আন্দোলনকারীরা গিয়ে তাদের কয়েকজনকে ছাদ থেকে ফেলে দেয়।
মহসীন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আনোয়ার পলাশ অভিযোগ করেন, ছাত্রদল ও শিবিরের চিহ্নিত অস্ত্রধারী ক্যাডাররা জালালসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, শিবিরের হামলায় শতাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।